Top News

ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

 মার্নাস লাবুশেন ছাড়া ফিফটি ছুঁতে পারেননি আর কোনো ব্যাটার। তবু তিনশ ছুঁইছুঁই রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।


ইংল্যান্ডকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে তারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে অজিদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। ৩৮ রানের ভেতরই ফিরে যান দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। এরপর হাল ধরেন লাবুশেন ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন তারা।

স্মিথ ৪৪ রানে ফিরে গেলেও ফিফটির দেখা পান লাবুশেন। পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে গড়েন ৬১ রানের জুটি। মার্ক উডের এলবডব্লিউর ফাঁদে পড়ে ৮৩ বলে ৭ চারে ৭১ রানে বিদায় নেন তিনি। এরপর গ্রিনের ৪৭, মার্কাস স্টইনিসের ৩৫ ও অ্যাডাম জাম্পার ২৯ রানের ক্যামিও ইনিংসে আড়াইশ পার করে অজিরা। যদিও ইনিংসের তিন বল বাকি থাকতেই অলআউট হয় ২৮৬ রানে। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া উড ও আদিল রশিদের শিকার দুটি করে।

Post a Comment

Previous Post Next Post