Top News

বার্লিন অলিম্পিকে পদকপ্রাপ্ত ভোলার পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা

 

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ী ভোলার পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা  প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান পাঁচ খেলোয়াড়কে  সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেন। 

ভোলা জেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে। এসময় ৪১ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ-২০২৩ এ আঞ্চলিক পর্যায়ে ভোলা জেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ান হওয়ায় খেলোয়াড় এবং কর্মকর্তাদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। 

স্বর্ণ ও রৌপ্যপদক জয়ী শিক্ষার্থীরা সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এরা সকলে‌ ‌‘ভোলা'স চিলড্রেন স্পেশাল স্কুল’ এর শিক্ষার্থী। আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ অলিম্পিকের মতো এত বড় একটি আসরে বিদেশের মাটিতে এবারই প্রথম এমন বড় অর্জন। আর এতেই খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুলের  ম্যানেজিং কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আখতার, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, স্কুলের পরিচালক মো. জাকিরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. ফয়সাল। সংবর্ধনা অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন-ইংল্যান্ডের নাগরিক ফ্রেডা গ্রাফ।  

উল্লেখ্য, ১৭ জুলাই জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় সাত হাজার শিশু অংশ নেয়। এতে বাংলাদেশ থেকে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ১১৫ জন। এর মধ্যে ভোলা থেকে পাঁচজন অংশ নিয়ে পাঁচজনই স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছে।  

এর মধ্যে ২০০ মিটার দৌঁড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বিপ্লব, ১০০ মিটার দৌঁড়ে স্বর্ণপদক জয় করেছে সিনথিয়া, ২০০ মিটার দৌঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জয় করেছে তানজুম এবং ফুটবলে স্বর্ণপদক জয় করেছে আঁখি ও আচিয়া।

Post a Comment

Previous Post Next Post