বিশ্বকাপে ধুঁকছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলো। উড়ছেন হাসমতউল্লাহ শাহিদিরা। টুর্নামেন্টে টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে তাদের দল আফগানিস্তান। আফগানদের সবশেষ শিকার নেদারল্যান্ডস। শুক্রবার ডাচদের হেসেখেলে হারিয়েছে তারা। জয় তুলে নিয়েছে ৭ উইকেট ব্যবধানে।
আজ লখনৌতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। সহজ লক্ষ্য তাড়ায় ১১১ বলে হাতে রেখেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উন্নীত হয়েছে তারা। অর্থাৎ সেমিফাইনাল খেলার স্বপ্ন আরও বড় করেছে আফগানরা।
রান তাড়ায় বড় ইনিংস খেলতে পারেননি দুই আফগান ওপেনার- রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জারদান। ১০ রান করা গুরবাজকে শিকার বানান লোগান ফন বিক। খানিকবাদে ইব্রাহিমকে (২০) সাজঘরে পাঠান রুলফ ফন ডান মারউই। ১০.১ ওভারে ৫৫ রানে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান।
এরপর প্রতিরোধ গড়ে তুলেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি। তাদের ৭৪ রানের জুটিতে আরও সহজ হয় আফগানিস্তানের জয়ের পথ। যদিও হাঁকিয়ে পথ হারান রহমত। ৫২ রান করা আফগান ব্যাটারকে আউট করেন স্পিনার সাকিব জুলফিকার।
হাসমতউল্লাহ মাঠ ছেড়েছেন দলের জয় নিশ্চিত করে। তিনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেওয়ার আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ৩১ রান। দুজনের অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
Post a Comment