Top News

কোহলিকে নিয়ে শচীনের আবেগী টুইট

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান বিরাট। 

ওয়ানডে ক্রিকেটে এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন। বুধবার ১১৩ বলে ৯টি চার আর দুই ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে শচীনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান বিরাট কোহলি।

এদিন সেঞ্চুরি করায় কোহলিকে অভিনন্দন জানিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকার টু্ইটারে লেখেন, ‘প্রথমবার আমি তোমাকে যখন ভারতীয় ড্রেসিংরুমে দেখেছিলাম, সতীর্থরা মজা করে তোমাকে আমার পা স্পর্শ করিয়েছিল। সেদিন আমি হাসি থামাতে পারিনি। কিন্তু খুব দ্রুতই তুমি তোমার নিপুণতা ও দক্ষতা দিয়ে আমার হৃদয় স্পর্শ করেছো। সেই তরুণ ছেলেটিই 'বিরাট' খেলোয়াড় হয়ে বেড়ে ওঠায় আমি খুবই খুশি।’

শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন। 



বিরাট কোহলি মাত্র ২৯১ ম্যাচে ৫০টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৪ রান করেছেন। শচীনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট।

ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান করে শীর্ষে রয়েছেন শচীন। ৪০৪ ম্যাচে ১৪ হাজার ২৩৪ রান করে দ্বিতীয় পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। মাত্র ২৯১ ম্যাচ খেলে ১৩ হাজার ৭৯৪ রান করে তৃতীয় পজিশনে আছেন কোহলি। 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৬৬৪ ম্যাচে রেকর্ড ১০০টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৩৪ হাজার ৩৫৭ রান করে শীর্ষে আছেন শচীন।

৬৩টি সেঞ্চুরির সাহায্যে ২৮ হাজার ১৬ রান করে দ্বিতীয় পজিশনে আছেন কুমার সাঙ্গাকারা। ৭১টি সেঞ্চুরির সাহায্যে ২৭ হাজার ৪৮৩ রান করে তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। 

দ্বিতীয় সর্বোচ্চ ৮০টি সেঞ্চুরির সাহায্যে ২৬ হাজার ৪৭৮ রান করে চতুর্থ পজিশনে আছেন বিরাট কোহলি। শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে কোহলিকে আরও ২১টি সেঞ্চুরি করতে হবে। আর রানের দিক থেকে শচীনকে ছাড়াতে হলে বিরাট কোহলিকে আরও ৭ হাজার ৮৮০ রান করতে হবে।

Post a Comment

Previous Post Next Post