Top News

কেমন হবে দুই দলের ফাইনাল একাদশ

 ভারতের উল্লাস নাকি অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব? এর উত্তর জানা যাবে আর কয়েক ঘণ্টা পরই। এর আগে উইকেটের ধরণ ও দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে শিরোপা নির্ধরণী ম্যাচটি। এর আগে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে দুই দলের একাদশ।উইকেট যদি স্পিনারদের সুরে কথা বলে তাহলে ভারত রবিচন্দ্রন অশ্বিনকে খেলতে পারে। কারণ অস্ট্রেলিয়ার দুই বাঁ-হাতি ব্যাটার দারুণ ফর্মে রয়েছেন। ডেভিড ওয়ার্নার ও ট্র্যাভিস হেডের জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন রোহিত-রাহুল জুটি।

সেই পরিস্থিতিতে ভারতের প্লেয়িং একাদশে মোহাম্মদ সিরাজের স্থলাভিষিক্ত হতে পারেন অশ্বিন। তবে অনেকেই মনে করেন উইনিং কম্বিনেশন ভাঙা ঠিক হবে না। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির ম্যাচের একাদশই মাঠে নামতে পারে। তবে সবকিছু নির্ভর করছে পিচের চরিত্রের উপর।

উইকেট স্লো বোলারদের অনুকূল হলে অস্ট্রেলিয়া একাদশেও দেখা যেতে পারে পরিবর্তন। যদি একাদশে জায়গা পেতে পারেন মার্কাস স্টইনিস বা ক্যামেরন গ্রিন। ভারতের বিরুদ্ধে ব্যাটিং অপশানের সংখ্যা বাড়িয়ে মাঠে নামতে চাইবে অস্ট্রেলিয়া। এবং কামিন্সও পিচের চরিত্র দেখেই নিজের সিদ্ধান্ত নেবেন।

ভারত ও অস্ট্রেলিয়া ১৫০টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে মেন ইন ব্লুরা ৫৭ বার জিতেছে, অস্ট্রেলিয়া ৮৩টি ম্যাচে জিতেছে এবং ১০টি ম্যাচে কোন ফলাফল হয়নি।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ/রবিচন্দ্রন অশ্বিন।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশান/মার্কাস স্টইনিস/ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জোশ হেজেলউড।

Post a Comment

Previous Post Next Post