Top News

পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের রানের পাহাড়।

 বেশিদিন নয়, চলমান বিশ্বকাপের আগেও পাকিস্তানের পেস বোলিংকে সমীহের চোখে দেখত প্রতিপক্ষরা। কিন্তু বিশ্বকাপে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর যেন আঁচই ফেলতে পারছেন না শাহীন আফ্রিদি-হাসান আলীরা। আজ ব্যাঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষেও ওভারপ্রতি আটের বেশি করে রান দিয়েছেন তারা। তাতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড তুলেছে ৪০১ রানের পাহাড়সম স্কোর।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ করেন রাচীন রাবীন্দ্র ও ডেভন কনওয়ে। ৬৮ রানের মাথায় কনওয়েকে ফেরান হাসান। এরপরই দুর্দান্ত জুটি গড়েন কেন উইলিয়ামসন ও রাচীন। হাসান-হারিস রউফদের তুলোধুনো করে আদায় করেন একের পর এক বাউন্ডারি। ৮৮ বলে শতরান পূর্ণ করেন রাচীন। চলমান বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। তবে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে ইফতিখার আহমেদের বলে ফেরেন উইলিয়ামসন। ৭৯ বলে ১০ চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে তাদের ১৮০ রানের জুটি গড়েন উইলিয়ামসন ও রাচীন। সেঞ্চুরি করার কিছুক্ষণ পরই মোহাম্মদ ওয়াসিমের বলে ফেরেন রাচীন। ৯৫ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন তিনি। 

২৬১ রানে তৃতীয় উইকেট হারানো নিউজিল্যান্ড চতুর্থ উইকেট হারায় ৩১৮ রানের মাথায়। তখনও ইনিংসের বাকি ৫৩ বল। চার, পাঁচ ও ছয়ে নামা ড্যারিয়েল মিচেল (১৮ বলে ২৯) , মার্ক চাপম্যান (২৭ বলে ৩৯) ও গ্লেন ফিলিপস (২৫ বলে ৪১) ছোট ছোট ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ডের রানবন্যার ইনিংসেও বেশ সফল পেসার মোহাম্মদ ওয়াসিম। ১০ ওভারে ৬০ রান খরচায় ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল তিনিই। বল হাতে এদিন চূড়ান্ত ব্যর্থ ছিলেন শাহীন আফ্রিদি। ১০ ওভারে ৯০ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। ১০ ওভারে হাসান ৪২ ও হারিস রউফ দেন ৮৫ রান। 

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম চারটি ম্যাচেই জয়ের মুখ দেখেছে তারা। তবে এরপরই শুরু হয় পতন। শেষ তিনটি ম্যাচে টানা হার দেখে গতবারের রানার্স আপরা। এই ম্যাচে তাই খুব করে জয় চাইছে দলটি। 

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে আজকে হারলে দ্বিতীয় দল হিসেবে এবারের সেমিফাইনাল থেকে বাদ পড়বে পাকিস্তান। তাই জয়ের বিকল্প নেই বাবর আজমদের সামনে। ইতিহাস অবশ্য কথা বলছে পাকিস্তানের পক্ষে। বিশ্বকাপে ৯ দেখায় ৭ বারই যে জিতেছে পাকিস্তান!


Post a Comment

Previous Post Next Post