Top News

বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে হতাশ শোয়েব আখতার

 বিশ্বকাপ শেষ। ফাইনালে ভারত কেন হারল সেটি নিয়েই আলোচনা এখন সর্বত্র। সেমিফাইনাল পর্যন্ত দুর্ধর্ষ দল হিসেবে বিবেচিত হলেও শেষ হাসিটা হাসতে পারেনি রোহিত শর্মার দল। বোলিং কিংবা ব্যাটিং; দুই বিভাগেই ভালো পারফরম্যান্স দেখিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ২৪০ রানে আটকে দেয় প্যাট কামিন্সের দল। জবাবে ৭ ওভার হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় পায় অজিরা।


ফাইনালে হারলেও ভারতকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সাবেক দ্রুতগতির পেসার শোয়েব আখতার। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচের পিচ নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। 

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভাগ্যের ফেরে ফাইনালে পৌঁছাতে পারেনি ভারত। দারুণ খেলে তারা ফাইনাল নিশ্চিত করেছে এবং দারুণ লড়াই করেছে তারা। যদিও আমি সেই ম্যাচের পিচ নিয়ে কিছুটা হতাশ। ভারত আরেকটু ভালো পিচ তৈরি করলেও পারত এবং ভীরু পন্থায় আগানো লাগত না। আপনার কাছে লাল মাটির পিচ আছ। সেখানে বেশি পেস ও বাউন্স থাকত, টস এত বড় ভূমিকা রাখতে পারত না। ভারত আরও ভালো করতে পারত।’

শোয়েব আরও বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে খেলার জন্য আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই। এটি অর্জন করা সহজ নয়। অন্য দলগুলোকে বিধ্বস্ত করে তারা এ জায়গায় এসেছে। দুর্ভাগ্যজনকভাবে তারা এসব ম্যাচে অল্পের জন্য হেরে যায়। বিগত ১২ বছরের মতো সময়ে আমরা দেখে এসেছি, ট্রফি জয়ের খুব কাছাকাছি আসে ভারত কিন্তু যেকোনোভাবেই হোক, সেটি পেরে ওঠে না। ভাগ্য ভারতের পক্ষে সহায় থাকেনি। অস্ট্রেলিয়ানদের স্নায়ু ধরে রাখার ক্ষমতা দুর্দান্ত, তারা এটি জানে কীভাবে ধরে রাখতে হয়।’

Post a Comment

Previous Post Next Post