পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে একের পর এক বল এসে পড়ছে। ওয়াচ ওয়াচ বলে সেখানে দাঁড়ানো সংবাদকর্মীদের সতর্ক করছেন ক্রিকেটার ও মাঠকর্মীরা। নাজমুল হোসেন শান্ত, কখনো তানজিদ হাসান তামিম, আবার দলে নতুন ভাবে যুক্ত হওয়া এনামুল হক বিজয় ব্যাট চালাচ্ছেন তেড়ে ফুঁড়ে। সবার মধ্যে যেন ভর করেছে অজি ক্রিকেটার ‘ম্যাক্সওয়েলের ভূত’। এই বিশ্বকাপে যে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দলের লেজেগোবরে অবস্থা, তার থেকে বের হওয়ার যেন অদৃশ্য সংকল্প টাইগার ব্যাটসম্যানদের। কারণ অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই যে মিলবে অনেক কিছুর হিসাব-নিকাশ। নয়তো তাকিয়ে থাকতে হবে অন্যদের জয় পরাজয়ের সমীকরণের দিকে। সেমিফাইনাল খেলা হবে না, টানা ছয় হারে সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে আগেই। তবে শ্রীলঙ্কাকে হারানোর পর হঠাৎ করেই যেন নিজেদের ফিরে পেয়েছেন টাইগাররা। এ ম্যাচে জিতলে কোনরকম বাধা ছাড়াই নিশ্চিত হয়ে যাবে ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা।
শুধু তাই নয়, প্রতিবারের মতো ওয়ানডে বিশ্বকাপে যে তিন জয় পাওয়ার স্বস্তি সেই হিসাবটাও সমান-সমান থাকবে।
আর অজিদের হারাতে পারলে ফিরবে আত্মবিশ্বাসও। দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে পুনের এই ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরিতে এক ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেছে তার ‘শেষ বিশ্বকাপ’। এর আগে ১৯শে অক্টোবর সাকিব পুনেতে থেকেও খেলতে পারেননি ভারতের বিপক্ষে। মাঠে এলেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে তার খেলা হয়নি। তাকে নিয়ে সেই ম্যাচের আগে দোলাচল ছিল। এবার তাকে ছাড়াই মাঠে নামবে নতুন দিনের বাংলাদেশ! এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চপাণ্ডব অধ্যায়। এটি যে মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহরও শেষ বিশ্বকাপ। এমন ম্যাচে বাংলাদেশ জিতবে বলেই আশা করেন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘আমাদের এখন হারানোর কিছু নেই। জেতা সম্ভব, আর আমি তো বলবো জয় ছাড়া আমাদের কিছু ভাবাই উচিত নয়।’
পঞ্চপাণ্ডব! মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীম। বাংলাদেশ ক্রিকেটের এই পাঁচ তারকাকে আর দেখা যাবে না ওয়ানডে বিশ্বকাপে। ২০১৯-এ বিদায় নিয়েছিলেন মাশরাফি। চলতি আসরের আগেই সাবেক ওয়ানডে অধিনায়ক তামি ইকবালের বিশ্বকাপ শেষ হয়েছে বিতর্ক আর নাটকীয়তায়। শেষ পর্যন্ত পঞ্চপান্ডবের শেষ তিন প্রতিনিধি এবারের ওয়ানডে বিশ্বকাপে দলের হয়ে খেলতে আসেন। যার মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছেন। আর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়ে যাচ্ছে মুশফিক-মাহমুদউল্লাহর ওয়ানডে বিশ্বকাপের অধ্যায়ও। যদিও তারা এখনো অনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি। হয়তো আরো কিছু দিন চালিয়ে যাবেন ওয়ানডে ফরম্যাটে খেলা। অন্যদিকে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে সাকিব না থাকায় দলের নেতৃত্ব দিবেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে কি তার হাত ধরেই যাত্রা শুরু করবে নতুন দিনের বাংলাদেশ! টানা ৬ হারের পর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মাধ্যমে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা বেড়েছে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের বড় জয় টাইগারদের ট্র্যাকে ফিরিয়ে দেবে। ১৬০ রানের বিশাল ব্যবধানে ডাচদের পরাজিত করে জস ব্যাটলাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। পয়েন্ট তালিকার তলানি থেকে তারা উঠে এসেছে সপ্তম স্থানে। তাদের পরেই এখন বাংলাদেশের অবস্থান।
এবারের বিশ্বকাপের পয়েন্ট তালিকায় প্রথম সাতটি দল এবং স্বাগতিক পাকিস্তান খেলতে পারবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে। সেরা আটের মধ্যে ৬ দল নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই। শেষ চার দল ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ৭ম ও ৮ম স্থানের জন্য লড়ছে। যদিও এই চারটি দলেরই চার পয়েন্ট আছে, তবে নেট রান রেটে (-০.৮৮৫) সেরা অবস্থানে রয়েছে ইংল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ (-১.১৪২), শ্রীলঙ্কা (-১.১৬০) এবং নেদারল্যান্ডস (-১.৬৩৫)। শেষ রাউন্ডে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লঙ্কানরা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে অবিস্মরণীয় জয় পায় অজিরা। অন্যদিকে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে, চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ইংল্যান্ডের। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস- তিনটি দলই যদি তাদের শেষ ম্যাচে জয়লাভ করে তাহলে রান রেটের পার্থক্য আসবে।
Post a Comment