Top News

পিএসএলে নেতৃত্ব দেবেন কারা, কোন তারকার ভিত্তিমূল্য কত

 

সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। তার আগে চলতি মাসের ১৩ তারিখ লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএলের ৬টি দলের নিলাম। 


আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হলো-

ইসলামাবাদ ইউনাইটেড-অধিনায়ক শাদাব খান 

করাচি কিংস-অধিনায়ক ইমাদ ওয়াসিম

লাহোর কালান্দার্স-অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি 

মুলতান সুলতান্স-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

পেশোয়ার জালমি-অধিনায়ক বাবর আজম

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-অধিনায়ক সরফরাজ আহমেদ

নিলামে নিবন্ধন করা ২৫৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরিতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।

প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৮ হাজার ৭২৬ ডলার। উদীয়মান ক্যাটাগরির ভিত্তিমূল্য ৭ হাজার ৪৯০ ডলার।

সর্বোচ্চ ক্যাটাগরি প্ল্যাটিনামে আছেন- বাবর আজম, সাকিব আল হাসান, কায়রন পোলার্ড, হাসান আলী, আসিফ আলি, ক্রিস জর্ডান, শাহিন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, লিয়াম লিভিংস্টোন, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, কলিন মুনরো, রশিদ খান, ফখর জামান, জেমস ভিন্স, জেসন রয়, হজরতউল্লাহ জাজাই, রাইলি রুশো, মোহাম্মদ রিজওয়ান ও টিম ডেভিড।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন- মোহাম্মদ হাফিজ, হারিস রউফ, ডেভিড ওয়াইজ, ফাহিম আশরাফ, মার্সেন্ট ডি লেঞ্জ, ইমরান তাহির, শোয়েব মাকসুদ, ডেভিড উইলি, মোহাম্মদ নওয়াজ, জেমস ফকনার, সিমরন হিতমায়ার, শোয়েব মালিক, সেরেফানি রাদারফোর্ড, হায়দার আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ নবি ও লুইজ জর্জি।

গোল্ড ক্যাটাগরিতে আছেন- অ্যালেক্স হেলস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান, আমির ইয়ামিন, জো ক্লার্ক, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ফিল স্লট, হ্যারি ব্রুকস, বেন ডাঙ্ক, শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, খুশদিল শাহ, শাহনেওয়াজ ধানি, শান মাসুদ, হুসেন তালাত, সাকিব মাহমুদ ও উসমান কাদির।

সিলভার ক্যাটাগরিতে আছেন- পল স্টারলিং, মোহাম্মদ আখলাক, রিচ টপলি, ধানিশ আজিজ, জাফর গৌহর, মাসুদ খান, জহির খান, উমর আকমল, সোহেল তানভির, বেন ডাকেট, খুররম শেহজাদ, লুক উড, উইল সেমড, আলি ইমরান, মোহাম্মদ ইলিয়াস, উমায়েদ আসিফ, রোহাইল নাজির, মোহাম্মদ ইমরান জুনিয়র, শাহজাইব ফারহান, জর্ডান থম্পসন, রুম্মান রাইস,আনোয়ার আলিম, আসিফ আফ্রিদি, রোভম্যান পাওয়েল, ইমরান খান সিনিয়র, রিজোয়ান হুসাইন, জনসন চার্লস, ডমিনিক ডারকেস, সোহাইল আক্তার, আহমেদ ডেনিয়াল, জিসান আশরাফ, ডিন এক্সক্রফট, কামরান গুলাম, মোহাম্মদ ইমরান রান্দু, আকিফ জাভেদ, জম কুলার চাদমোর, সালমান ইরশাদ, আরশাদ ইকবাল, সামিন গুল ও কামরান আকমল।

উদীয়মান ক্যাটাগরিতে আছেন- মুবাশ্বের খান, জিসান জামির, মোহাম্মদ হুরায়রা, জামান খান, মায়াজ খান, মুহাম্মদ আসার কুরাইশি, আব্দুল ওয়াহিদ বাঙ্গালাজি, গোলাম মুদাসসির, ফয়সাল আকরাম, কাসিম আকরাম, মোহাম্মদ তাহা খান, সিরাজুদ্দিন, মোহাম্মদ আমির খান, মোহাম্মদ উমর, আব্বাস আফ্রিদি ও আমির আজমত। 

Post a Comment

Previous Post Next Post