Top News

এবার বন্ধ হচ্ছে আলু আমদানি


পেঁয়াজের পর এবার ভারত থেকে বন্ধ হয়ে যাচ্ছে আলু আমদানি। আমদানির অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলু আমদানি বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় দেশীয় বাজারে আবারও আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করে হিলি শুল্ক বন্দরের ডেপুটি কমিশনার মো. বায়োজিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবে আলু আমদানির মেয়াদ শেষ হয়ে গেলে বাজারে মূল্যবৃদ্ধি হবে। সেক্ষেত্রে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। অনেকে এই সুযোগে দাম বাড়িয়ে দিতে পারেন। আবার অনেকে স্টক করেও রাখতে পারেন।’

এদিকে বাজার নিয়ন্ত্রণে রাখতে আরও ১৫ দিন আমদানির অনুমতির মেয়াদ বাড়াতে বন্দরের আমদানিকারকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি মনে করে মেয়াদ বাড়ানো দরকার, তবে বাড়াতেই পারে। এটা তাদের সিদ্ধান্ত।’

বিস্তারিত আসছে...

Post a Comment

Previous Post Next Post