পেঁয়াজের পর এবার ভারত থেকে বন্ধ হয়ে যাচ্ছে আলু আমদানি। আমদানির অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলু আমদানি বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় দেশীয় বাজারে আবারও আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করে হিলি শুল্ক বন্দরের ডেপুটি কমিশনার মো. বায়োজিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবে আলু আমদানির মেয়াদ শেষ হয়ে গেলে বাজারে মূল্যবৃদ্ধি হবে। সেক্ষেত্রে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। অনেকে এই সুযোগে দাম বাড়িয়ে দিতে পারেন। আবার অনেকে স্টক করেও রাখতে পারেন।’
Post a Comment